অনলাইন ডেক্স::
ফের একবার ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে ভারতে। আজ রবিবার ভোর রাতে কানপুরের পুক্ষারায়নের কাছে পটনা থেকে ইন্দোরগামী এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে মৃত্যু হয়ে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১০০জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম ও উদ্ধারকারী দলের সদস্যরা।
দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও নিজে ডিজিপি-কে ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টিকে খতিয়ে দেখতে বলেছেন। ভারতীয় রেলের মুখপাত্র অনিল সাক্সেনা জানান, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত ২০টা লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় হাসপাতালগুলিকে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে তিনি এই কথা বললেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছেন রেলের কর্মকর্তাওরা। অন্যদিকে এই ঘটনার পর ওই রুটের বাকি সবট্রেনগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে।