স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা বিএনপি দলীয় ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন থেকে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি নিয়ে বের হন নেতৃবৃন্দ। শহর প্রদক্ষিণ করে আবার পুরাতন বাসস্টেশনে গিয়ে পথসভায় মিলিত হন।
বক্তারা দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ সারা দেশের নির্যাতিত নেতাকর্মীদের উপর দায়েরকৃত মামলা তুলে নেওয়ার দাবি জানান। পাশাপাশি সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বান নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহসভাপতি ওয়াকিফুর রহমান গিলমান প্রমুখ।
এদিকে অপর গ্রুপ আজ বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা করবে বলে জানা গেছে।