দিরাই প্রতিনিধি::
দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌর সদরের আনোয়ারপুর নয়াহাটি এলাকার সরকারি কলেজ গেইট সংলগ্ন একটি ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতরা হলো পৌরসদরের নতুন বাগবাড়ি গ্রামের মৃত আব্দুল নুর হোসেনের পুত্র আমির হোসেন (৪০) ও মৃত আজাবুর উল্লার পুত্র আবদুল খালিক (৪০), আনোয়ারপুর নয়াহাটি গ্রামের হারুনের পুত্র জাহাঙ্গীর (৩০), মজলিশপুর গ্রামের মৃত কোব্বাদ আলীর পুত্র মকবুল হোসেন (৪২) ও মৃত কৃষ্ণ চন্দ্র দেবনাথের পুত্র রঞ্জিত দেবনাথ (৩৫)।
দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের নির্দেশনায় এসআই দেবপ্রিয় পন্ডিত সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করে।