বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়ন ও প্রকল্প পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিষদকে একটি কার্যকর পরিষদে রূপান্তরিত করণ, আদর্শ ইউনিয়ন গঠন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও পরিষদের সচিব ফুলেন সুত্রধরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকতা তানিয়া সুলতানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা দিদারুল আহসান। পরিষদের সদস্য গোলাপ মিয়া, রাখাব উদ্দিন সোহেল। এসময় অন্যনদের মধ্যে উপস্হিত ছিলেন সদস্য তিতু মিয়া, ইদন মিয়া, মুজিবুর রহমান, কাজী এমদাদুল হক, আব্দুল হক, সদস্যা আনোয়ারা বেগম (১), আনোয়ারা বেগম (২) প্রতিমা রানী সহ ইউনিয়নের সর্বস্হরে ব্যক্তি বর্গ।