তাহিরপুর প্রতিনিধি::
যাদুকাটা নদীতে চাঁদাবাজি করলে কোন ছাড় দেওয়া হবে না, সে যত বড় ক্ষমতাশালী হউক। নদীতে নিয়ম মেনে কাজ করুন। তাহলে কোন সমস্যা হবে না আর কেউ তার অসৎ উদ্দেশ্য সফল হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সাড়ে ১১টায় সকালে বাদাঘাট ইউনিয়নের ঘাগরা গ্রামে শ্রমিক সমাবেশে যাদুকাটা নদীর শ্রমিকদের উদ্দেশ্য এসব কথা বলেন সুনামগঞ্জ এর পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি আরো বলেন,যারা নদীর পার কাঠবে, আর যারা পাড় বিক্রি করবেন তাদের কে আইনের আওতায় আনা হবে। আর এই কাজে আপনারা সহযোগিতা করবেন।
নদীতে চাঁদাবাজিসহ মাদক নিমুলে সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান তার
অফিসিয়াল ফোন নাম্বার সবাইকে দেন যাতে করে যে কোন বিষয়ে জনগন তাকে অবহিত
করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন,মোয়াজ্জেম হোসেন রতন এমপি, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা আ,লীগের সহ সভাপতি ও
বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, আলখাছ উদ্দিন খন্দকার,মোশারফ হোসেন,জেলা আ,লীগের সদস্য ও বাদাঘাট ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবাক রায়হান উদ্দিন রিপন,উত্তর বড়দল ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুক মিয়া,ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, শাহ আরফিন সমিতির সভাপতি আব্দুল শহিদ,ছাত্রলীগ নেতা রাহাদ হায়দার প্রমুখ।