সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) শিক্ষার্থী জরিপ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্টিত হয়। বেসরকারি সংস্থা ইউইআরডি এর বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউইআরডি জামালগঞ্জের প্রগ্রাম ম্যানেজার মো. ফজলুল হক। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা উশিব্যু প্রগ্রাম ম্যানেজার মো. হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা আজিজুল হক, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, মো. রজব আলী, মো. দুলাল মিয়া, অসীম চন্দ্র তালুকদার, সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ। বক্তারা বলেন, প্রতিটি স্কুলে ৩০ জন শিক্ষার্থী থাকতে হবে যার বয়স ১৫-৪৫ বছর হবে। জামালগঞ্জ উপজেলায় ৬শত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে সকলের সহযোগীতা কামনা করেন।