শামছুল আলম আখন্জী, তাহিরপুর: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পরিবেশ বিপর্যয় ঘটিয়ে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলনকালে সময়,আজ ( ৯,সেপ্টেম্বর) আজ সোমবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. মুনতাসির হাসান পলাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। যাদুকাটা নদী থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ টি নৌকা জব্দ এবং দুই যুবককে আটক করা হয় । তাছাড়া ৮০ হাজার টাকা জরিমানা করা হয় ।
আটককৃত অবৈধ বালু উত্তোলনকারীরা হল বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের আবুল হোসেন এর পুত্র আবদুল মালিক, একই এলাকার সাধু মিয়ার পুত্র নিয়ামুল মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বালু উত্তোলনে ব্যবহৃত ৫ টি নৌকা জব্দ এবং এ সময় ২ যুবককে আটক করা হয়। পরে আটককৃত ২ যুবককে পুলিশের সাহায্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবক কে ৫০ হাজার টাকা এবং ৫টি নৌকার জন্য আরো ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।