দিরাই প্রতিনিধি::
“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাই উপজেলা কৃষি অফিসের অায়োজনে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও কৃষি প্রযুক্তি মেলা-২০১৯। সোমবার উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত অালোচনা সভায় উপজেলা কৃষি অফিসার আবু মো. মনিরুজ্জামান’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহীন অালম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, উপজেলা কৃষকলীগ আহবায়ক তাজুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনের পরপরই মেলাতে দর্শনার্থীগণের ভিড় লক্ষ্য করা গেছে। তারা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় উপজেলা কৃষি বিভাগের লোকজন কৃষি কাজে উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে দর্শনার্থীদের সাথে কথা বলেন।এছাড়াও মেলায় রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজনের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম ছিল উল্লেখযোগ্য।