তাহিরপুা প্রতিনিধি :
তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ফকিরনগর চাঁন মিয়া, চরগাও জয়ধর আলী, আমতৈল ফৌজদার মিয়া, রজনী লাইন দেওয়ান আলী, চন্দ্রপুর হারুন মিয়া ও দক্ষিণ বড়দল ইউনিয়নের ধরুন্দ গ্রামের আঃ হামিদেও বাড়ীর হোসাইনিয়া দরবার শরীফে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে হালকা যিকির, জারী, তাজিয়া মিছিল ও তবারক বিতরণ অনুষ্টিত হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, উপজেলার দুই ইউনিয়নের ছয়টি গ্রামে আশুরার অনুষ্টান অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে যাতে কোন ধরণের নাশকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিনা হয় সেজন্য জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যারের নির্দেশে ৬টি স্থানে ৬জন অফিসারের নেতৃত্বে ১ প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। উপজেলায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যেও মধ্য দিয়ে পবিত্র আশুরার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।