হাওর ডেস্ক::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান সম্প্রতি আমেরিকা থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা উপলক্ষে তাকে সংবর্ধনা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। বৃহষ্পতিবার দুপুরে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য সুবজ কান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট,সহ সভাপতি রেজাউল করিম শামীম,সহ সভাপতি আলহাজ¦ সৈয়দ আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক বাবু শংকর চন্দ্র দাস,সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার,জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সদস্য এড.আজাদুল ইসলাম রতন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপু, যুবলীগ সদস্য মিজানুর রহমান মিজান, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম আহমদ,সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল,সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম উকিল,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শিবলু আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে,সাধারন সম্পাদক আশিকুর রহমান রিপন,সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব জহির আহমদ সোহেল।
সংবর্ধনার জবাবে সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান বলেছেন, দেশের মানুষের ভালবাসা আছে বলেই বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদশক ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন । উন্নত বিশ্বে বাংলাদেশ আজ একটি মর্যাদার আসনে অধিষ্টিত হতে সক্ষম হয়েছে। তিনি বলেন আজ দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটিক্ষেত্রে,শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান,চিকিৎসাসেবাসহ যোগাযোগ ব্যবস্থার যে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলেই তা সম্ভব হয়ে উঠেনি। তিনি বলেন সুনামগঞ্জে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল রাজনৈতিক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং আগামীতে স্বাধীনতা বিরোধী যেকোন অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার নিদের্শে রুখে দাড়াঁনো সহ লড়াই সংগ্রাম করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।