দিরাই-শাল্লা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব চৌধুরী(৭৬) ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত সন্ধা ৭ ঘটিকায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ২ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বেলা আড়াইটায় গচিয়া গ্রামস্থ মরহুমের নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযায় এলাকার সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীসহ এলাকার সহস্রাধিক লোক অংশ গ্রহণ করেন। নামাজে জানাযা শেষে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মরদেহ জাতীয় পতাকায় ঢেকে দেয় উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিৎ দেব’র নেতৃত্বে দিরাই থানা পুলিশের একটি দল সশস্ত্র সালাম প্রদর্শন করে। এর পর স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।