দিরাই প্রতিনিধি::
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করায় এখন পুরো স্থানীয় সরকার প্রক্রিয়াই কুলষিত। এটা সরকারের দেওলিয়াত্বের প্রমাণ। এখন আবার জেলা পরিষদ নির্বাচনেও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন দিয়ে স্থানীয় সরকারের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তৃনমূল প্রচারাভিযান প্রকল্পের একটি অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহীতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, এহসান চৌধুরী, শাহাজাহান কাজী, মুজিবুর রহমান তালুকদার, সৌম্য চৌধুরী, রতন কুমার দাস, শিক্ষক রতি কান্ত দাস, জাকির হোসেন প্রমুখ।
বদিউল আলম মজুমদার আরো বলেন,
আমরা স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে এর বিকল্প নেই।