দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে দশম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত বখাটে দিরাই পৌর সদরের ভরারগাঁও গ্রামের আরশাদ মিয়ার পুত্র হাবিবুর রহমান। দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বখাটে হাবিবুর কে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেব এই দন্ডাদেশ প্রদান করেন।