স্টাফ রিপোর্টার::
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৯ এর সুনামগঞ্জে রোডশো ক্যাম্পেইন ও রেজিষ্টেশন অনুষ্টিত হয়েছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের সবচে’ বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর সিলেট অঞ্চলের রেজিষ্টেশন কর্যক্রম। শনিবার সকাল ১০টা থেকে শহরের হাসন রাজা মিউজিয়াম, লবাজান চৌধুরী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারী কলেজ, পৌর চত্বর, হোসেন বখত চত্বর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ, ছাতক উপজেলার জাওয়াবাজার, গবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়।
‘শোনাও বাউল গান, মাতাও বাংলার প্রাণ’ শ্লোগান নিয়ে দেশের তরুণ প্রজন্মকে এবং বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যেই এই রিয়েলিটি শো বলে ক্যাম্পেইনের সাথে আসা সংশ্লিষ্টরা ও স্থানীয় বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে তুলে ধরেন।
সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তৃতীয় এই আসর সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।