জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিদ্যুতের তার লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি জামালগঞ্জ উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের সত্যন্দ্র দাস (বনু) এর ছেলে নিবলু দাস (৩০)।
থানা সূত্রে জানা যায়, সাচনা কাঠ বাজার সংলগ্ন শামসুল আবদীন এর দোকানে থাই সিলিংয়ের কাজ করতে গিয়ে অসতর্কতামূলক বিদ্যুতের তার লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত নিবলু দাস গত দেড় মাস আগে বিয়ে করেছিলেন। বিয়ের দেড় মাস গত হতে না হতেই তার আকস্মিক মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১৮/১৯। ময়নাতন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।