সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ জামালগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়। মঙ্গল বার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে কর্মশালায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, জেলা তথ্য অফিস সহকারী শরীফ হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, শিক্ষা কর্মকর্তা শরীফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির প্রমূখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তম্মধ্যে একটি বাড়ী একটি খামার, আশ্রয় প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারী ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কিমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।