স্টাফ রিপোর্টার ::
“মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মীনা দিবস ২০১৯ইং পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
মঙ্গলবার সকালে শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা শিক্ষা অফিস। এর আগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
সহকারি শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান ও সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহীম বাবর।
আরো বক্তব্য রাখেন সদরের সহকারি শিক্ষা অফিসার এনামুল হক মোল্লা, অলি উল্লাহ, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক মাসুদা ইয়াসমিন প্রমুখ। পরে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।