শামছুল আলম আখন্জী, তাহিরপুর:
টাংগুয়ার হাওরের পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ৩০,সেপ্টেম্বর সোমবার খ্রীষ্টিয়ান এইড এর অর্থায়নে,এবং সি,এন,আর এস প্রকৃতি প্রকল্প তাহিরপুর এর আয়োজনে হাওর অঞ্চলের মানুষের অন্যতম বিনোদনের মাধ্যমে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক সি,এন,আর,এস প্রকৃতি প্রকল্পের তাহিরপুর ফিল্ড ম্যানেজার স্বপন কুমার চন্দ্র গণমাধ্যম কে জানান,টাংগুয়ার হাওর প্রকৃতি বান্ধব পর্যটন ব্যবস্থাকে উৎসাহিত করার লক্ষ্যে, হাওরাঞ্চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন হাওর পারের পনেরটি দল, তারা তাদের ব্যবহৃত নৌকা নিয়ে, প্রতিটি দলে থাকবে নৌকা চালক,তাদের শৃঙ্খলার জন্য স্থানীয় কমিউনিটি গার্ড ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। তিনি বলেন উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুর আলম উপস্থিত থাকবেন।