1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এপিটাফ ||আব্দুল মতিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৬.০৮ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

দূর্বা ঘাসের গালিচায়, হিজল,বরুণ,করচের
ফুলের হাসি দেখতে দিও। খোলা রেখো দক্ষিণের আকাশ। সাগরের বাষ্পের সাথে উড়ে আসে আমার অচিন পাখি।

এই পৃথিবীর ক্যাম্পাসে একদিন যাঁঁর সঙ্গী ছিল মানুুষ,প্রজাপতি, আকাশ, মেঘ,কবিতা।
প্রিয় ছিল পাখিদের কলকাকলি,তোমাদের ভালবাসা।

সন্ধ্যায় শিশুদের বর্ণমালা পাঠে আমাকে পাবে। জন্মান্ধ পৃথিবীতে ক্ষীণ আলো নিয়ে এসেছিলাম একদিন। আজো সাড়া দেই সুখে,দ্রোহে,বেদনায়।ক্ষুধাহীন একাকী জীবনে..।

রাতের নিরবতায় আড্ডা হতো দান্তে,বোদলেয়ারের সাথে। সময় কাটতো লোরকা,ফের্নান্দ পেসোয়ার
,নেরুদা,জীবনান্দ,মার্কেস,সুনীল,রবীন্দ্রনাথ,নজরুলের সাথে।
তাই, রাতের নিরবতায় অনন্ত লোকালয়ে তোমার পাশেইতো আমি। বুঝতে পারো কিন্তু দেখতে পারনা অসীম অপারগতায়।

আমি ছায়ায় হাসি তোমার অক্ষমতা দেখে। স্বপ্নে তোমাকে হাসাই। বুঝতে দেইনা কত আগে নিয়েছি বিদায় মর্ত্যের আগুন থেকে। নিরব শাদা কাশফুলের শরতে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!