তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে আন্ত:উপজেলা ডাকাত দলের সদস্য সহ দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হাফানিয়া গ্রামের মৃত মালু মিয়ার ছেলে তাহের মিয়া ও পার্শ্ববর্তী শ্রীপুর উওর ইউনিয়নের ট্যাকেরঘাটের সীমান্তগ্রাম বড়ছড়ার মৃত ধনু মিয়ার ছেলে নবী হোসেন।
বুধবার রাত সোয়া ৮টার দিকে তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে বড়ছড়া জয়বাংলা বাজার থেকে তাহেরকে ও বড়ছড়া শুল্ক ষ্টেশন থেকে প্রতারনা মামলার আসামি চোরাকারবারি নবী হোসেনকে গ্রেফতার করেন।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নবী হোসেন উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনের চিহ্নিত কয়লা, চুনাপাথর ও বিদেশি মাদক চোরাকারবারী আমির আলীর সহোদর ও তার চোরাচালান বাণিজ্যের অন্যতম সহযোগি এবং অপর গ্রেফতারকৃত আসামি তাহের আন্ত:উপজেলা ডাকাত দলের অন্যতম সদস্য।