বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপি নিকাহ রেজিস্টার সিদ্দিকুর রহমানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) এলাকাবাসীর আয়োজনে মথুরকান্দি বাজারে মানবন্ধনে বক্তাগণ বলেন, নিকাহ রেজিস্টার সিদ্দিকুর রহমান ২০০১ খ্রিস্টাব্দে ধনপুর ইউনিয়নের নাগরিক হিসেবে নিজ ইউনিয়নের নিকাহ রেজিস্টার পদে নিয়োগের আবেদন করেন। কিন্তু ধনপুর ইউনিয়নে নিকাহ রেজিস্টার পদে নিয়োগ না পেয়ে তিনি যোগাযোগীর মাধ্যমে সলুকাবাদ ইউনিয়েনের নিকাহ রেজিস্টার হিসেবে নিয়োগ পেয়ে যান। নিয়োগপ্রাপ্তির পর থেকে আইন অমান্য করে অসংখ্য বাল্য বিয়ে নিববন্ধন করেন। এলাকাবাসী তার নিয়োগ বাতিল করতঃ উপযুক্ত শাস্তি দাবি করে মানবন্ধনে বক্তব্যদেন সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, সমাজকর্মী আব্দুল আজিজ, সুলতান ফকির, কুরবান আলী, আব্দুল কাদির, মুসলিম উদ্দিন, বোরহান উদ্দিদ প্রমুখ।