তাহিরপুর প্রতিনিধি::
বালু পাথরবাহী নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে সুনামগঞ্জের তাহিরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও তার অপর এক সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে তাহিরপুরের রক্তিনদীতে চাদাবাজির সময় আটক করা হয়। আটককৃত জিয়া তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি। এ ঘটনায় তার অপর সহযোগী আবু বকরকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটা, রক্তি, চলতি ও ফাজিলপুর বালু পাথর মহাল কেন্দ্রিক একটি চক্র বালু পাথর সরবরাহে ও পরিবহনে নিয়োজিত নৌকা আটকে জোরপূর্বক চাদা আদায় করছে। রক্তি নদীর নৌ পথে যাতায়াতকালে বালু পাথর, বিভিন্ন মালামাল পরিবাহি বলগেট নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ও ছোট ছোট নৌকা থেকে জিয়া উদ্দিন শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে প্রতিদিন লাখ লাখ টাকা চাদা আদায় করে আসছে। বিভিন্ন পয়েন্টে ১০-১২ করে গ্রপে করে নৌকা আটকে চাদা আদায় করা হয়। বৃহষ্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই দুইজনকে চাদা উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।