স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়ায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পিছনে বসুন্ধরা ১৬/২ সাজ্জাদ ভিলায় এই দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। চোররা ঘরের দরোজা ভেঙ্গে ঘরে ঘরে প্রবেশ করে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়।
জানা গেছে সাজ্জাদ ভিলায় স্কুল শিক্ষিকা ¯িœগ্ধা আক্তার স্বামী সন্তান নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে তিনি সপরিবারে ঘুুমিয়ে পড়েন। গভীর রাতে চোররা দোতলা বাসাটিতে দরোজা ভেঙ্গে ডুকে পড়ে। পরিবারের লোকদের ঘুমে রেখে চোররা একটি লেপটপ, মোবাইল ফোন, স্বর্ণ এবং টাকা নিয়ে যায়।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন এই পাড়ায় ঘনঘন চুরির ঘটনা ঘটে। এই বাসায় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এদিকে পুরিশি টহল জোরদার করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। তবে আমরা খোজ নিয়ে বিষয়টি দেখব।