স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে। শনিবার দুপুরে মিডডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন স্কুলের দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম আজাদের ছোট ভাই ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সমাজসেবক মরহুম আবুল কালাম আজাদ স্মৃতিপরিষদের সভাপতি মোহাম্মদ আবু সাইদ। এ উপলক্ষে বিদ্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় মিড ডে মিলের সুফল নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসকর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার (ভারপ্রাপ্ত), অভিভাবক সদস্য মমিনুল ইসলাম মমিন, আকর আলী প্রমুখ।