ধর্মপাশা প্রতিনিধি::
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিছিল টি ধর্মপাশা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ এর সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন খান এবং এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি জাকির হোসেন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সানি সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ খান প্রচার সম্পাদক সাদাত হাসান দপ্তর সম্পাদক ফারুক আহমেদ ইমন গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ নেতা পাভেল আহমেদ কিরণ,প্রিয়াম,রকি,আরিফ,নিজাম, উক্ত অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনা এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।।