স্টাফ রিপোর্টার::
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের বিরোধীতাকারীদের বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি প্রতিনিধিসভা শুরুর পরেই বলেন, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার। যারা বিগত স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিরুদ্ধে কেন্দ্রের সিদ্ধান্ত হয়েছে বহিষ্কারের। যারা বিরোধী আছেন বেরিয়ে যান।
জানা গেছে আহমদ হোসেনের এই নির্দেশনার পর কিছু নেতাকর্মী বেরিয়ে যান। যারা নৌকার প্রকাশ্য বিরোধীতা করেছিলেন। তবে বিরোধীতাকারীদের বেশিরভাগই থেকে যান বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন শুরুতেই স্থানীয় নির্বাচনে নৌকার বিরোধীতাকারীদের সভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন।