দিরাই প্রতিনিধি::
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য শ্রমিকলীগের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সামছুল হক চৌধুরীকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত দিরাই শাল্লাবাসীর আয়োজনে মঙ্গলবার লন্ডনের মাইকফ বিজনেস সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওযামীলীগের সহসভাপতি হরমুজ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ওমর ফারুকের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন যুগ্ম সম্পাদক মাসুক আহমদ সরদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সামছুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য, সফররত দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, লন্ডন মহানগর আওয়ামীলীগ সভাপতি নুরুল হক লালা মিয়া, সহসভাপতি হাজী ইলিয়াছ মিয়া, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবাব মিয়া, দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মনাফ, সাবেক সভাপতি নাজমুল হক চৌধুরী চাঁন মিয়া, কাউন্সিলর আব্দুল আলী, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি জামাল খান, প্রবাস বিষয়ক সম্পাদক আনোয়ার কামাল দুলাল, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম খোরশেদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম সরদার, পীর আব্দুল কাইয়ুম, মহিউদ্দিন জগনু, নিয়াজুল ইসলাম চৌধুরী, আতিকুর রহমান রুবেল, আনছার মিয়া জনি, আব্দুল কাহার, আশরাফুল ইসলাম, রুহুল আমিন, জাকির হোসেন সেলিমসহ যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।