স্টাফ রিপোর্টার::
সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ছাতক উপজেলার জাউয়া বাজার দেউর কাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞতনামা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের উপর ছাতক উপজেলার জাউয়া বাজার দেউর কাপন এলাকায় অজ্ঞতনামা ভারসাম্যহীন (৩৫) কে অজ্ঞতনামা গাড়ী চাপা দেয়। এতে সে ঘটনাস্থলের মারা যায় এবং অজ্ঞাতনামা গাড়ীটি পালিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া ঘটনাস্থলে গিয়া লাশ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এব্যাপারে হাইওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রুনু ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় না পাওয়ায় লাশ ময়না তদন্ত শেষে আনজুমানে মফিদুল,সুনামগঞ্জকে হস্তান্তর করা হয়েছে।