স্টাফ রিপোর্টার::
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা উপহার হিসাবে মন্দির নির্মাণে সুনামগঞ্জের তাহিরপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ঢেউটি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট কলেজ রোডে বড়দল দক্ষিণ ইউনিয়নের টাকাটুকিয়া গোবিন্দপুর গ্রামে ‘শীতলী দেবী মন্দির’র পুরোহিতের হাতে প্রধান অতিখি হিসাবে ঢেউটিনের বান্ডিল তুলে উপজেলার বড়দল (উওর) ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবুল কাসেম।,
উল্ল্যেখ যে , ‘দৈনিক যুগান্তরের’ ষ্টাফ রিপোর্টার,‘দ্য বাংলাদেশ টুডে’ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি, সুনামগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ তার ব্যাক্তিগত তহবিল হতে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা উপহার হিসাবে মন্দির নির্মাণে যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে এ ঢেউটিন প্রদান করেন। ,
এ সময় সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ সহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, টাকাকুটিয়া গোবিন্দপুর গ্রামস্থ ‘শীতলী দেবী মন্দির’র পুরোহিত শ্রী কানু আচার্য্য,বিশিষ্ট সমজসেবক মো. মহিউদ্দিন, মাও. মো. আবুল কাসেম, মো. আবদুর রউফ, ইউপি সদস্য আবু তাহের, মোহাম্মদ আলী, ইউপি সচিব মো. আফিস আফিন্দি, এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব মো. নুর মোহাম্মদ , মো. মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি জাহাঙ্গীর আলম, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মিলাদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল প্রমুখ সহ স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।