শামছুল আলম আখন্জী, তাহিরপু:
সুনামগন্জ তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেক টিলা নাকম স্তান থেকে ভারতীয় নাসির বিড়ি চালান আটক করেছে বিজিবি। (০৪ অক্টোবর) রাত ৩:৩০ঘটিকার সময় চানপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত মেইন পিলার ১২০২/৬- এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারিকটিলা নামক স্থান থেকে ২,৫২,০০০পিস (১০,০৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৪,২৮,৪০০/- টাকা।
এর সত্যতা নিশ্চিত করেন সুনামগন্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম । তিনি আর বলেন আটককৃত ভারতীয় নাসির বিড়ি চালান, সুনামগন্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।