জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের নদীর পানিতে ডুবে আরাফাত মিয়া নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, জগদ্বীশপুর গ্রামের মিলন মিয়ার শিশু পুত্র আরাফাত পরিবারের লোকজনের অগোচরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের ডাউকা নদীর পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর নদীর নিকটবর্তী খালের পানিতে সকাল ১১টার দিকে শিশুর মৃতদেহ ভেসে উঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মুজাফর আলী।