তাহিরপুর প্রতিনিধি:
ভাটি বাংলার অসহায় গরীব দুঃখী অবহেলিত মানুষের আস্থাভাজন হাওর কন্যা, সুনামগন্জ সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড শামীমা শাহরিয়া শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন জেলার সনাতন ধর্মাবলম্বীদের। নিশ্চিন্তে তিনি ধর্মীয় আচারাদি পালনের আহ্বান জানান সকলকে।
শনিবার সকালে তিনি সুনামগঞ্জ- ১ আসনের সর্বস্তরের জনগনকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
এসময় তিনি বলেন বাঙ্গালী জাতি হিসেবে আমরা সকলেই ভাই ভাই। একে অন্যের সহযোগীতায় সোনার বাংলা গড়তে চাই।
ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে নির্বাচনী এলাকার সকলকে দূর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আসুন সবাই মিলে বিশ্ব নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি। এসডিজি সফল করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।