স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র বাবা ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কান্তি দে (দীপাল) আর নেই। শনিবার রাতে সিলেটস্থ মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কয়েকদিন আগে মাউন্ড এডোরা হাসপাতালে পিত্তনালীতে পাথর অপারেশন করার জন্য তাকে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
এদিকে দীপক কান্তি দে মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।