রাজন চন্দ, তাহিরপুর::
তাহিরপুরে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গোটিলা গ্রামের কাদির মিয়ার বাড়ি থেকে জুয়ারিদের গ্রেফতার করেন বাদাঘাট ক্যাম্প ইনচার্জ চম্পক বাম তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যাক্তিরা হল বাদাঘাট ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত রুসমত আলীর পুত্র মুহিবর রহমান, আমির আলীর পুত্র ফুল মিয়া, চন্দ্রপুর গ্রামের-আব্দুল মজিদ ফকির এর পুত্র রুস্তম আলম, মো মনা মিয়া সিকদার এর পুত্র আব্দুল আলী, বারহাল গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মো কামাল মিয়া ।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।