তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ- ১ আসনের ৩ বার নির্বাচিত সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কটুক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তাহিরপুরে প্রতিবাদ সভা করেছেন ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বুধবার সকালে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনে এ সভায়
সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুজ জহুর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কিছু রাজনৈতিক সুবিধাভোগী দালাল চক্র সুনামগঞ্জ -১ আসনের উন্নয়নের রূপকার ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। সেই সাথে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কটুক্তি সহ নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনার এদের থেকে দুরে থাকুন এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন।
বক্তারা বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে সুনামগঞ্জ -১ আসনে স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সাংসদ রতনের নেতৃত্বে সুনামগঞ্জ -১ আসন যখনই উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে ঠিক তখনই একদল ষড়যন্ত্রকারীরা উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমপি রতনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। উপস্থিত চেয়ারম্যানগণ এমপি রতনের বিরুদ্ধে অপপ্রচার ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য ২-৩ মাস আগে এমপি মোয়াজ্জেম হোসেন রতনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তাহিরপুর উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা বুরহান উদ্দিন আওয়ামী লীগে যোগদান করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ।