তাহিরপুর প্রতিনিধি::
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক তোজাম্মিল হোক নাসরুম,ছাত্রদল নেতা একরাম হোসেন, আরিফ তালুকদার,তানিম আহমেদ লিংকন,মুন্না,আবুল কাসেম,আলম,সম্রাট,রাব্বি, শেখ গোলাম সরোয়ার,রনি প্রমুখ।
সমাবেশে বক্তারা, বুয়েটের মেধাবী ছাত্র যখন ফেইসবুকে একটি লেখা আপলোড দিয়েছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে ভারতের কাছে, তখন ওই তাকে ছাত্রলীগের গুন্ডা বাহিনী নির্মম ভাবে তাকে হত্যা করেছে। অবিলম্বে খুনিদের ফাসি দেওয়ার আহবান জানান নেতা কর্মীরা।