তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ হাওরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কোনা জাল ও পাতানো জাল সহ ২ টি নৌকা জব্দ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন হাওর থেকে অভিযান চালিয়ে জব্দকৃত জালগুলো সন্ধ্যায় তাহিরপুর থানা চত্বরে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা কালে সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন।
তিনি জানান,গতকাল থেকে আগামী ২২ দিন পর্যন্ত ইলিশ মাছ ধরা ও পরিবহন করা নিষিদ্ধ। এ বিষয়ে আজ সকালে তাহিরপুর সদর বাজারে প্রচারণা চালানো হয়েছে।