স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন বাদাঘাট ইউনিয়ন পরিষদ দর্শন ও বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহা সুনামগঞ্জ শহরে পত্যাবর্তন কালে মিয়ারচর এলাকায় যাদুকাটা নদীতে অবৈধ বেড় জাল দেখতে পান। পরিবেশ বিধ্বংসী এই জাল দিয়ে মাছের বংশ নষ্ট করে মৎস্য আহরণ করায় জেলা প্রশাসক এ সময় তিনি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসিফ আল জিনাত কে মৎস সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে যাদুকাটা নদী থেকে ০৩(তিন) টি বড় বেড় জাল আটক করা হয়। এসময় আসামীরা পালিয়ে যায়। পরে আটকৃত বেড় জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা বলে জানা গেছে।