1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

সজীব রঞ্জন দাশ সুনামগঞ্জের সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানীত

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ১০.১৩ এএম
  • ৪৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও বৃহত্তর সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ ২০১৫-২০১৬ অর্থ বছরে জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানীত হয়েছেন। বুধবার সকালে সিলেট সরকারি অডিটোরিয়ামে মাহমুদুস সামাদ চৌধুরী শ্রেষ্ট করদাতার সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ নিয়ে তিনি টানা ৬বার জেলায় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন।
সজীব রঞ্জন দাশের পক্ষে তার বড় ভাই সিলেট মনীপুরী, প্রান্ত-প্রত্যয় শাড়িঘরের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মিহির রঞ্জন দাশ ক্রেস্ট গ্রহণ করেন। উল্লেখ্য এ নিয়ে টানা ৬ বার সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ করতদাতা হিসেবে সম্মানীত হলেন সজীব রঞ্জন দাশ। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন। তাছাড়া খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রেও তিনি বিশেষ অবদান রাখছেন।
সজীব রঞ্জন দাশ টানা ৬বার সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতার সম্মাননাপ্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!