স্টাফ রিপোর্টার::
‘বয়সের সমতার পথে যাত্রা’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শহরে একটি র্যালি বের হয়। র্যালিতে প্রবীণরাসহ প্রশাসনের লোকজন অংশ নেন। পরে শহিদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার), হায়াতুন নবী, প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি ডাঃ মোনাওয়ার আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দিলীপ মজুমদার প্রমুখ।