তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বছরের সাজা প্রাপ্ত ১৮ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করেছে। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে আবুল কালাম (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আমির উদ্দিন ও এএস আই মোহাম্মদ জহিরুল হকের নেতৃত্বে ও গৌরীপুর থানার এস আই মোঃ নজরুল ইসলাম এর সহযোগিতায় পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার খালিজুরী গ্রামে ১৮ বছর ধরে পালিয়ে থাকা একটি ডাকাতি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান পলাতক আসামী গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেছেন তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।