স্টাফ রিপোর্টার::
২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৪৭ জেলার প্রায় ২০ লক্ষ অতিদরিদ্র পরিবার বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক’র আলট্রা-পুওর গ্র্যজুয়েশন প্রোগ্রামের মাধ্যমে জীবন মান উন্নয়নে সহযোগিতা পেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় ২০১০-২০১৮ পর্যন্ত ১৩ হাজার ৩৮৭টি পরিবারকে বিনামূল্যে হাঁস, মোরগ, গরু, ছাগল, নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ প্রদান করেছে। ২০১৯ সালে এ জেলার ৮ উপজেলায় ১ হাজার ২৪৩টি পরবিারকেও একইভাবে সহযোগিতা দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে এসব পরিবারের আর্থসামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে ব্রাক কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা।
সোমবার দুপুরে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে অক্টোবর মাস ব্যাপী কার্যক্রমের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন কালে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদসহ প্রশাসনের কর্মকর্তাদের এসব তথ্য জানান সংশ্লিষ্টরা। দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ ব্রাকের সংশ্লিষ্টরা জামালগঞ্জ উপজেলার বিছনা গ্রাম পরিদর্শন করেন। এ গ্রামের বেশ কিছু পরিবার ব্রাকের সহায়তায় জীবন মান উন্নয়নে নানা উপকরণ পেয়ে নিজেদের স্বাবলম্বি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এ সময় জেলা প্রশাসক গ্রামটিতে ব্রাকের ওই প্রকল্প ঘুরে দেখেন এবং সুবিদাভোগীদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জামারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল , জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান ও সুব্রত কুমার পাল (আঞ্চলিক ব্যবস্থাপক-ইউপিজি), মিতালী ধর (আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি), এ কে আজাদ জেলা ব্র্যাক প্রতিনিধি, মানবসম্পদ কর্মকর্তা বায়েজীদ কবীর চৌধুরী, এলাকা ব্যবস্তাপক (দাবি) আশরাফুল আলম, শাখা ব্যবস্থাপক হামেদ আলী ও আব্দুল হামিদ প্রমুখ।