তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা গোপন সংবাদের বিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক যুবক ও নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলো, নরসিংদী জেলার রায়পুরা থানার হরিপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৮), তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের আবু চাঁন মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (১৯)। বিজিবি সুত্রে জানা যায়, সোমবার রাতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবিবির একটি টহল দল লাউড়েরগড় সীমান্তের মেইন পিলার ১২শ’ ৭এর ৬শ’ গজ বাংলাদেশ অভ্যান্তরে দক্ষিণ মোকসেদপুর এলাকায় মোটরসাইকেল যোগে গাঁজা নিয়ে যাওয়ার সময় ৪ কেজি গাঁজা ও একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেলসহ তাদের আটক করেন। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানিয়েছেন, আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের পূর্বক তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।