স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে স্থানীয় সরকার বিভাগের ইএলজি প্রকল্পের পারস্পরিক শিখন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ হল রুমে নেত্রকোনা হতে সুনামগঞ্জ ২দিন ব্যাপী স্থানীয় সরকার বিভাগের ইএলজি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, ইউপি চেয়ারম্যান ও সচিব গণের অংশ গ্রহনে অনুষ্টিত শিখন কর্মসুচী দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাসম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা স্থানীয় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, ইএলজি প্রকল্পের ডিএফ আব্দুর রাজ্জাক, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিবরিয়া জব্বার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইয়াসমিন নাহার রুমা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের গ্রাম আদালত ডিএফ নজরুল ইসলাম, কো-অর্ডিনেটর এলজিসি টিটু রঞ্জন দাস, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, নেত্রকোনা জেলার কলমাকান্দা কারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হাসান, মদন উপজেলার ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মদনপুর ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, রংছাতি ইউপি সচিব মোহাম্মদ সাফায়েৎ হোসেন, ফতেপুর ইউপি সচিব শাহানুর আলম রতন, বাদাঘাট দক্ষিন ইউপি সচিব আমিরুল ইসলাম, ইউপি সদস্য সোহেল মিয়া, আঃ ছাত্তার, আনোয়ারা বেগম প্রমুখ।