স্টাফ রিপোর্টার::
একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলীসহ স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বৃহষ্পতিবার বিকেলে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। এসময় তার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতীক, দিরাই পৌর চেয়ারম্যান মোশারফ হোসেন, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ।