তাহিরপুর প্রতিনিধি :
”মাদক নয় খেলাধুলাই হোক বিনোদনের মাধ্যম” এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলার আদিবাসী পল্লীতে মাস ব্যাপী উইক্লীফ সীম যুব সংঘের আয়োজনে ও সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্’র সার্বিক সহযোগীতায় ইউক্লীফ সীম মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী রাজাই ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় তাহিরপুর উপজেলার আনন্দপুর আদিবাসী যুব সংঘকে ৩-০ গোলে হারিয়ে পাশর্^বর্তী ধর্মপাশা উপজেলার বাঙ্গালভিটা আদিবাসী যুব সংঘ জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স অপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এ্যান্ড্রো সলোমার,উইক্লীফ যুব সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক মিখাইল দিও, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, কামাল হোসেন রাফি, আবির হাসান মানিক, স্থানীয় ইউপি সদস্য স¤্রাট মিয়া, আদিবাসী নেতা সঞ্জীব ডালবত, নিপুন বনোয়ারী, নিউটন আজিম প্রমুখ।