ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় বাঁধ কেটে মাছ ধরার অভিযোগে আব্দুল মোতালিব (৪৮) নামে এক অবৈধ মাছ শিকারিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডিত মাছ শিকারি আব্দুল মোতালিব উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারশিপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাওরের পানি কমার সাথে সাথে হাওরের ফসলরক্ষা বাঁধের বিভিন্ন স্থান কেটে দিয়ে ওইসব স্থানে এলাকার এক শ্রেণীর অসাধু মাছ শিকারিরা মাছ শিকার উদ্দেশ্যে ফসলরক্ষা বাঁধগুলোর ব্যাপক ক্ষতি সাধন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন। এসময় উপজেলার সোনামড়ল হাওরের ফসলরক্ষা বাঁধের রাজনার ভিটা নামক ক্লোজারের বাঁধ কেটে মাছ শিকারের সময় আব্দুল মোতালিবকে আটক করে পুলিশ। পরে ওইদিন সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আব্দুল মোতালিবকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
এসময় সুনামগঞ্জ পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, ধর্মপাশা থানার এএসআই রবিউল ও ইউএনও অফিসের নাজির মো. আবুল হাসান উপস্থিত ছিলেন।