ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় এক ছাত্রীকে পেটানোর অভিযোগে টিটু মিয়া (২৭) নামের এক বখাটেকে গতকাল বুধবার দুপুর দুইটায় ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান।
জানা যায়, বছর দুয়েক সময় ধরে বখাটে টিটু ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। পরে টিটু তার পরিবারের লোকজনকে দিয়ে ছাত্রীর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু ছাত্রীর পরিবার বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। বিয়েতে রাজি না হওয়ায় বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় মঙ্গলবার টিটু ওই ছাত্রীকে মারধর করে। মারধরে ছাত্রী গুরুত্বর আহত হয়। আহতাবস্থায় ওইদিন বিকেলে ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেলবরষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিষয়টি মীমাংসার জন্য বুধবার দুপুর দুইটার দিকে উভয় পরিবারের লোকজন বসেন। এসময় বখাটে টিটু মিয়া ওই ছাত্রীকে মারধরের বিষয়টি স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিটুকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এসময় সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।