স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম আজাদকে স্মরণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আসকর আলী।
অভিভাবক সদস্য মমিনুল ইসলাম মুমিনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল হাই, শিক্ষানুরাগী ও মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের সভাপতি আবু সাইদ, ইউপি মেম্বার আনোয়ার হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, এলাকার বিশিষ্ট ব্যক্তি আশরাফ আলী, আলীনূর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম আজাদ বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখতেন এই বিদ্যালয় থেকে এলাকার শিক্ষার্থীরা পাঠ নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় তাঁর স্বপ্নের বাস্তবায়ন আরো এগিয়ে গেল।
বক্তারা আরো বলেন, সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ সবসময় মানুষের জন্য কাজ করে গেছেন। শিক্ষা বিস্তারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি রঙ্গারচর ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। রঙ্গারচর ইউনিয়ন ভূমি অফিসের জন্য তিনি নিজের জমি দান করেছেন। এলাকাবাসী তাঁকে কখনো ভুলবে না।
আলোচনা সভা শেষে চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল।