স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া এলাকায় মেইন সড়কে অবস্থিত একটি মনোহারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ও কোন এক সময় চোররা দোকানের টিনের চাল কেটে উপর দিয়ে প্রবেশ করে নগদ টাকা পয়সা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। পুলিশি টহলের রাস্তায় কিভাবে চুরির ঘটনা ঘটল এ নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন নাগরিকরা। উল্লেখ্য সম্প্রতি পৌর শহরে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
দোকান ব্যবসায়ী রুবেল আহমদ শুক্রবার সকলে দোকান খুলে দেখতে পান উপরের টিন কাটা। ঘরের সকল মালামাল এলোমেলো। চোররা নগদ টাকার পাশাপাশি দোকান থেকে বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মোবাইল রিচার্জ মোবাইল, বিকাশ এজেন্ট মোবাইল, দুধ, ঘি, সয়াবিন তৈল ও বিভিন্ন ধরনের দামি প্রসাধনী নিয়ে গেছে। যাবার সময় দোকানের জিনিষ তছনছ করে নিয়ে যায়। কিছুদিন আগে একই পাড়ায় সূচনা কম্পিউটারের দোকানেও চুরির ঘটনা ঘটেছে। এভাবে অন্যান্য এলাকায়ও চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন নাগরিকরা।
ব্যবসায়ী রুবল আহমেদ বলেন, আমি প্রতিদিন ১১টার মধ্যেই দোকান বন্ধ করে বাসায় চলে যাই। প্রতিদিন সকাল ৮টায় দোকান খুলি। শুক্রবার দোকান খুলে দেখি উপরের টিন করেটে প্রবেশ করে আমার জিনিষপত্র নিয়ে গেছে। আমার প্রায় লক্ষাধিক টাকার জিনিষপত্র নিয়ে গেছে চোররা।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় চোরদের ধরতে কাজ করছে পুলিশ।